Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

What is Technical SEO

Created by : Masum
Technical SEO, What is Technical SEO, Index, crawling, Search Engine, Robot.txt, Sitemap, Google Search Console, Google Analytic
article
Programming, Software and application
650
2023-11-04 21:51:22

Technical SEO কি?

Technical SEO টা হলো একটা Process, এই  Process মাধ্যমে একটা  ওয়েবসাইটের মধ্যে Google এর Robot আসে এবং ঐ Robot টা যেন perfectly এসে Crawl করতে পারে  index করতে পারে। এই জিনিষ টা মেক শিউর করার জন্য Technical SEO করা হয়। 

 

অন্য ভাবে বললে,

একটা ওয়েবসাইটে Technical SEO এই জন্য করা হয় যেন Robot আমার এই ওয়েবসাইটে আসতে পারে perfectly , Properly এসে যেন আমার এই ওয়েবসাইট টা visit করতে পারে অথবা Crawl করে আরও ভালো বুঝতে পারে যেন  আমার ওয়েবসাইট টা কি নিয়ে, আমার ওয়েবসাইট টা কেন? আমার ওয়েবসাইট টা কোন Keyword/Topic এর উপর base করে Build করা হয়েছে, যেন সেই Topics নিয়ে সে আমার ওয়েবসাইট টাকে Google এ Rang করতে পারে।  

 

What is Index? 

Index মানে হলো আপনার ওয়েবসাইট টা Google এর Database এর মধ্যে storage করে রাখা। কেউ যদি আমার এই Topic লিখে সার্চ করবে, তখন যদি Google এর কাছে মনে হয় এই Topics এর জন্য আমার ওয়েবসাইট টা Best তাহলে কিন্তু আমার ওয়েবসাইট টা Google 1st page এ Rank করাবে।

 

এই যে পুরো Process টা আছে Technical SEO এই Process টা কে বলা হয় C-I-R. 


What is the C-I-R definition?

crawling- index- ranking

 

Terms of Technical SEO

What is crawling?

crawling মানে হলো যেখানে Search Engine এসে একটা Content কে  Grip করে প্রতিটা Page To Page visit করে এবং visit  করার পরে সে এই ওয়েবসাইট এর Database টা Google এর কাছে নিয়ে ফেরত দেয়। 

 

What is Robot.txt? 

Robot.txt হলো Google এর একটা Proposal, google চায় যেন সে আপনার ওয়েবসাইটে Google এ Robot কে IN করতে দেন। বা Permission দেন, সে যেন আপনার ওয়েবসাইট টা কে Crawl করতে পারে। যেহেতু আপনার ওয়েবসাইট সেহেতু আপনার Permission ছাড়া আপনার ওয়েবসাইটে আসতে পারবে না। তাই Robot.txt এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের যত গুলো Page/ Post আছে সেগুলোকে Allow করে দিতে  হবে। যাতে করে আপনার পুরো ওয়েবসাইটের Content এ নির্দিধায় Crawl করতে পারে। 

 

What is Sitemap? 

একটা ওয়েবসাইট এর Page/Post গুলোকে আলাদা করতে পারি এবং Google কে বলে দিতে পারি ওয়েবসাইটের সব গ্যলো Page/ post/ Category কোথায় রাখা আছে Google যেন নির্দিধায় আমার ওয়েবসাইটের Page/ post/ Category বুঝতে পারে এবং page গুলোকে যেন সে page হিসেবে Consider করে, post গুলোকে যেন সে post হিসেবে consider করে। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটের Content গুলোকে Important অনুযায়ী separate করা হয় এটাকেই মুলত Sitemap বলে।

 

Note: Technical Terms এর মধ্যে আমরা google এর ২ টা Tools এড করি 

  1. GSC (Google Search Console)

  2. GA (Google Analytic)

 

1.Google Search Console এই Tool টা মূলত ব্যবহার করা হয় আপনার Website কে Monitor করার জন্য। Google Search Console এ এড করলে আপনার ওয়েবসাইটের সমস্যা গুলো বলে দিবে। তখন সমস্যা গুলো দেখে দেখে একশন নিবেন। 

 

আপনার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে মাসে কত গুলো Click আসতেছে GSC দিয়ে দেখতে পারবেন এবং কত গুলো ইম্রেশন আসছে, আপনার কি-ওয়ার্ড কত নাম্বার পজিশনের মধ্যে আছে , এগুলো GSC দিয়ে দেখতে পারবেন। 

 

2.Google Analytic: ব্যবহার করা হয় মূলত Trafic মনিটর করার জন্য।