অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনি কোন একটা মার্কেট এর প্রোডাক্ট কিংবা সার্ভিস সেল করে দিবেন এবং বিনিময়ে আপনি সেখান থেকে একটা কমিশন নিবেন।
উদাহর সরূপ দরুন , আমার একটি টি-শার্ট এর কোম্পানি আছে এবং আমি একা অনেক মার্কেটিং করছি কিন্তু সেল তেমন একটা ভালো আসছে না কারণ আমি ব্রডার অডিএন্স এর কাছে পৌছাতে পারছি না।
আপনার জানা মতে একজনের ইউটিউব চ্যানেল আছে যেখানে অনেক অডিএন্স আছে অনেক মানুষের কাছে রিচ করতে পারেন।
তাই আমি আমার টি-শার্টটি নিয়ে অই লোক টার কাছে গেলাম এবং বললাম আপনি আমার টি-শার্টা আপনার অডিএন্স এর কাছে প্রোমোট করেন এবং সেখানে সেল করে দেন এবং প্রতি সেল এ আমার যে প্রাইজ আছে সে প্রাইজ এর ১০%বা ৫% কমিশন হিসেবে পাবেন।
এইটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি কোম্পানি হিসেবে মার্কেটিং করছি আপনার থ্রোতে আপনি আমার টি-শার্টটি প্রোমোট করছেন তারা যদি কিনে এই প্রাইজ থেকে পার্সেন্টেন্স আপনি পাচ্ছেন এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।