Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

যে কোন ওয়েবসাইটের জন্য Backlink এর উপকারিতা কি?

Created by : Masum
backlink. Backlink এর উপকারিতা কি
article
Programming, Software and application
484
2023-07-29 08:32:28

১। আপনার ওয়েবসাটে যদি হাই কোয়ালিটির এবং নিশ রিলেটেড ব্যাকলিংক থাকে তাহলে সার্চ ইঞ্জিনে অন্য সকল ওয়েবসাইটকে পিছনে ফেলে আপনার ওয়েবসাইট নাম্বার ওয়ানে আনা খুবই সহজ। 

 

২। আপনার ওয়েবসাইটে যদি ফ্রিতে ট্রাফিক আনতে চান তাহলে ব্যাকলিংকের কোন বিকল্প নাই। 

 

এখন আমরা বলবো কিভাবে ব্যাকলিংক করতে হয়? 

তার আগে বলি আপনার তিনটা জিনিষ করবেন না যেটা আগে করতেন ব্যাকলিংক করার ক্ষেত্রে।  

  1. Forum Backlink

  2. Comment Backlink

  3. Directory Submission

আগে এই সকল ব্যাকলিংক গুলো কাজ করতো কিন্তু এখন আর কাজ করে না। শুধু এমনই না এই সকল মাধ্যম গুলো দিয়ে যদি ব্যাকলিংক করার চিন্তা করেন তাহলে গুগল থেকে আপনার ওয়েবসাইট পেনাল্টি ও খেতে পারে। এবং Instant আপনার ওয়েবসাইটে ট্রফিক ও কমে যেতে পারে।  

 

ব্যাকলিংক করার পূর্বে দুইটা দিকে খুব বেশি খেয়াল রাখবেন, ১। আপনার ওয়েবসাইটের Content ঠিক আছে কিনা। ২। এবং আপনার ওয়েবসাইটের Page Speed ঠিক আছে কিনা। 



আমি আমার ক্লায়েন্টের জন্য ব্যাকলিংক করবো এবং এখানে তুলে ধরবো কিভাবে পার্ফেক্ট ভাবে ব্যাকলিংক করতে হয়।

তবে আমার ক্লায়েন্টের জন্য ব্যাকলিংক শুরু করবো তিন টা ধাপে, 

১। এখন আমি আমার নিশ  রিলেটেড ওয়েবসাইট খুজে বের করবো আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের মতোই যত গুলো ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইট। চাইলে smallseotools.com ব্যবহার করে কম্পিটিটর এর ওয়েবসাইট গুলো খুজে পারেন। তার পরে আপনি সহজেই Google Mail Checker এক্সটেনশন ব্যাবহার করে মেইল আইডি বের করবে। বা  তাদের এবাউট থেকে মেইল সংগ্রহ  করে সুন্দর করে মেইল লিখে সেন্ড তাদের করবেন।

 

২।  আমার ক্লায়েন্টের জন্য প্রশ্ন বা আনসার পোস্ট করার জন্য quora.com টাকে বেছে নিতে পারি। আমরা দুই ভাবে আমার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক করতে পারি, এক ভাবে হলো প্রশ্ন করে ব্যাকলিংক, ২য় ভাবে হলো প্রশ্নের উত্তর দিয়ে ব্যাকলিংক। তো এখানে আমি ১ টা প্রশ্ন লিখছি, What congenital condition can cause a guy to have unusually narrow feet?  এই রিলেটেড প্রশ্ন কেউ যদি করে থাকে তাহলে আমরা উত্তর দিয়ে নিচে লিখে দিবো আপনি যদি এই সম্পর্কে আরও ভালো জানতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করতে পারেন। https://drbishnubd.com/post/9/traumatic-and-post-traumatic-complications-of-foot 

 

৩। আপনি Content লিখে গেস্ট পোস্টিং এর মাধ্যমে ব্যাকলিংক করতে পারেন। 

 

আমি এই ভাবেই আমার ক্লায়েন্টের https://drbishnubd.com/ ওয়েবসাইটের জন্য কাজ করবো।