Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড কি?

Created by :
articles
Education
974
2021-07-16 00:58:59

অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক প্রদত্ত একটি স্বাতন্ত্র্য ও নতুন একটি সম্মাননা পুরষ্কার যা 2016 সালের অলিম্পিক থেকে দেওয়া শুরু হয়। প্রতিটি অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননাটি একজনকে দেওয়া হয় যিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তিতে উল্লেখযোগ্য অবদান রাখেন ০৮ জুলাই ২০১৪ সালে, আইওসি সভাপতি টমাস বাখ নতুন অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড সম্পর্কে ঘোষনা দেন এবং বলেন- প্রতিটি অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই নতুন পুরষ্কার খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন এবং শান্তিতে অসামান্য অবদানকারী ব্যক্তিদের সম্মানিত করবে। 

 

গ্রীক রাষ্ট্রপতি নতুন এই ট্রফির জন্য প্রাচীন অলিম্পিয়া থেকে প্রস্তর দেওয়া কথা বলছেন অর্থাৎ ট্রফিটিতে ব্যবহৃত পাথরটি প্রাচীন অলিম্পিয়া থেকে আসবে। ট্রফিটিতে একটি লরেল পুষ্পস্তবক এবং অলিম্পিকের রিংগুলি থাকবে যা ফেয়ারমিনেড সোনার তৈরি।

 

এই পর্যন্ত দুইজন কে এই অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ২০১৬ সালে কেনিয়ার কিপচোজে কেইনোকে, ২০১৮ সালে বেলজিয়াম জ্যাকস রোগকে এই অলিম্পিক লরেল অ্যাওয়ার্ড  দেওয়া হয়।আর ২০২০ সালের অলিম্পিক গেইমস ২৩ জুলাই ২০২১ অলিম্পিক এর উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে সামাজিক উদ্যোক্তা, অর্থনীতিবিদ, সুশীল সমাজের নেতা এবং বাংলাদেশের নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্ত প্রফেসর মুহাম্মদ ইউনূস তৃতীয়তম ব্যক্তি হিসাবে  এই “অলিম্পিক লরেল” পুরস্কার গ্রহন করবেন। অলিম্পিক গেমস টোকিও ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় তিনি আনুষ্ঠানিকভাবে ট্রফিটি গ্রহণ করবেন। 

 অলিম্পিক প্রেসিডেন্ট থমাস বাখ বলেন “প্রফেসর ইউনূস আমাদের সকলের জন্য অনুপ্রেরনা”। প্রফেসর ইউনূস তাঁর সামাজিক ব্যবসায়ের ধারণাকে ক্রীড়া জগতে উন্নয়নের জন্য কাজ করার জন্য এই সম্মান পাবেন । 

 

উল্লেখ্য - ২০২৪ সালের প্যারিসে অলিম্পিক গেমসের জন্য প্রফেসর ইউনূস কটি নতুন মডেল তৈরি করতে সহায়তা করছেন যা পৃথিবীর জন্য ন্যূনতম আর আয়োজক দেশের জনগণের সর্বাধিক প্রভাব পরবে।