এসইও (SEO) কি?
Digital Marketing - Search Engine Optimization
Created by : Masum
SEO
course
Business, Career and Finance
157
2021-07-09 00:39:02
SEO শব্দটি আসছে Search Engine Optimization থেকে। কোন website বা website এর কোন নির্দিষ্ট page কে Search Engine এ Ranking বাড়ানোর উপযোগী করে তোলা কেই SEO বলে। অর্থাৎ এমন কিছু পদ্ধতি, যা ফলো করলে বিভিন্ন Search Engine এর (যেমন : Google, Bing, Yahoo) রেজাল্ট পেজে একটি ওয়েবসাইট বা এর কোন একটি পেজকে Search Engine result page কত উপরে, কত নাম্বারে বা তা কত ভালো দেখাবে তা নিশ্চিত করে এবং যার ফলে সাইটে কাঙ্ক্ষিত টার্গেটেড ট্রাফিক আনা সম্ভব হয় সেই সব পদ্ধতি ফলো করাকেই SEO বলে।