Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

সার্চ ইঞ্জিন কী? সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে :

Digital Marketing - Search Engine Optimization

Created by : Masum
SEO
course
Business, Career and Finance
157
2021-07-09 00:39:02

সার্চ ইঞ্জিন কী?

Search Engine হলো Internet ব্যবহারকারীর বিভিন্ন প্রশ্নের উত্তরদাতা মেশিন বা যন্ত্র যা ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের contante খোঁজা, সেগুলোকে বোঝা, প্রাসঙ্গিকতা (রিলেভেন্সি) অনুসারে সাজানো। যখন কোনো Internet ব্যবহারকারী কোনো কিছু খোঁজ করেন তখন তাঁর সেই Search অনুযায়ী তা ফল বের করে দেখানো Search Engine এর কাজ।

সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে : সার্চ ইঞ্জিনের প্রধানত তিনটি কাজ করে থাকে।

যা হলো:-

১. ক্রলিং

২. ইনডেক্সিং

৩. র‍্যাঙ্কিং

১. ক্রলিং কী? ক্রলিং হচ্ছে Search Engine এর একটি প্রক্রিয়া বা প্রসেস যার মাধ্যমে Search Engine এক বা একাধিক রোবটের মাধ্যমে (অনেকে এটাকে ‍স্পাইডার বা ক্রলার নামে অভিহিত করেন) ইন্টারনেটের সব ধরনের নতুন ও আপডেটেড কনটেন্ট এবং কোড URL সহ খুঁজে বের করে।

২. ইনডেক্সিং কী? ক্রলিং প্রক্রিয়ার পর সার্চ ইঞ্জিন তা সুনির্দিষ্ট নিয়ম অনুসারে তথ্যগুলোকে একটি বিশাল ডেটাবেইসে সংরক্ষণ এবং অর্গানাইজড করে থাকে। পরবর্তীতে যখন কোনো ইউজার সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন সার্চ এবং রিলেভেন্সি অনুযায়ী ইউজারকে সার্চ রেজাল্টে সেটা দেখায়।

৩. র‍্যাঙ্কিং কী? যখন একজন ইউজার সার্চ করে, সার্চ ইঞ্জিন তখন তার ইনডেক্সকৃত বিশাল ডেটাবেইস/তথ্যভান্ডার থেকে ইউজারের সার্চ অনুযায়ী সবচেয়ে ভালো তথ্যগুলো যা সার্চের সঙ্গে মিলে তা দেখায়। এভাবে সার্চ রেজাল্ট দেখানোর পদ্ধতিকে র‌্যাঙ্কিং বলা হয়। সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম মেনে কাজ করে থাকে র‌্যাংকি়।