SEO এর গুরুত্ব
Digital Marketing - Search Engine Optimization
একটি website এর জন্য SEO খুবই গুরুত্বপূর্ন। SEO হচ্ছে ইন্টারনেটে প্রচারের সবচেয়ে সহজ মাধ্যম। Search Engine Optimization কে আমরা প্রচারের প্রধান মাধ্যমও বলতে পারি। উদাহর দিয়ে বুঝিয়ে বলি, আমি মজারFoods এ খাবার নিয়ে কাজ করি বা ওয়েব ডিজাইন , কম্পিউটার সম্পর্কিত অনেক কাজ জানি। এখন আমি যে এই কাজ গুলো পারি তা শুধু আমার বন্ধু ,আত্নীয় বা যাদের সাথে চলা ফেরা করি শুধু তারাই জানেন। আমি যে কাজ গুলো করি বা জানি তা সবাই কে জানানোর জন্য প্রচার করতে হবে। আমি বিভিন্ন মাধ্যম যেমন লিফলেট, পোস্টার, ব্যানারের মাধ্যমে আমার কাজ প্রচারনা করতে পারি। এর ফলে হয়তো আমার আশেপাশে প্রচার হবে । কিন্তু আমি এই মাধ্যম গুলোর সাহায্যে কোন ভাবেই ইন্টারনেটে প্রচার করতে পারবো না। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। বর্তমান যুগে যদি নিজেকে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করতে না পারি তাহলে বিশ্বের সামনে উপস্থাপন করতে পারবো না। যার ফলে ডিজিটাল যুগের এই বিশ্বে আড়ালেই থেকে যাবো। নিজেকে বিশ্বের সামনে ভালভাবে উপস্থাপনা করার জন্য Search Engine Optimization খুবই গুরুত্বপূর্ন।