Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

আল-হারামাইন ইসলামী একাডেমির তাওহীদ কোর্স, লেভেল-১

Created by :
Islam, Tawhid
course
Religion Spirituality
1158
2020-12-04 20:41:33

সংকলনঃ উস্তাজ আব্দুল্লাহ আল-বাকী বিন আব্দুল জলিল

আবু দারদা বললেন, আমি শুনেছি রাসূলুল­াহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ

“যে ব্যক্তি জ্ঞনার্জনের উদ্দেশ্যে রাস্তা চলবে আল­াহ্ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। শিক্ষার্থীর (জ্ঞান শিক্ষা) কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেস্তারা তাদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেন। আর আলেমের জন্য আকাশ ও পৃথিবীর সকলেই ক্ষমা প্রার্থনা করে- এমনকি পানির মাছও। ইবাদত গুজার একজন ব্যক্তির উপর জ্ঞানী (আলেম) ব্যক্তির মর্যাদা ঠিক সেই রকম যেমন নক্ষত্ররাজির উপর একটি চাঁদের মর্যাদা। আলেমগণ নবীদের উত্তরাধিকারী। নবীগণ দ্বীনার বা দিরহাম উত্তরাধিকার হিসেবে রেখে যাননি। তাঁরা উত্তরাধিকার হিসেবে রেখে গিয়েছেন শুধু ইলম বা ওহীর জ্ঞান। যে ব্যক্তি উহা অর্জন করবে সে পরিপূর্ণ অংশ অর্জন করবে।”

তাওহীদী কাফেলার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা,


সত্যি সত্যি জ্ঞানার্জন করতে চাইলে কয়েকটি টিপস মনে রাখতে হবে:


১- আল্লাহর কাছে উপকারী ইলম চেয়ে দোয়া করতে হবে।

স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর কাছে উপকারী ইলন চেয়ে দোয়া করতেন।


২- এলম অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে।


কবি বলেন, 

তুমি নাজাত চাও কিন্তু সে পন্থা অবলম্বন করবে না?

জেনে রেখো, ডাঙ্গায় কিন্তু নৌকা চলে না!


৩- পাপ এর সকল আসক্তি থেকে বের হয়ে আসতে হবে।

ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, আল্লাহর ইলম হলো নূর। কোন পাপাচার ব্যক্তিকে তিনি তাঁর নূর দান করেন না।


ইমাম মালেক ইমাম শাফেঈ কে  বলেন, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার অন্তরে জ্ঞানের আলো জেলেছেন, তুমি পাপের অন্ধকার দিয়ে তা নিভিয়ে দিওনা।



৪- অহংকার ও অতি লজ্জাশীলতা জ্ঞান অর্জনের অন্তরায়।



৫- ইখলাসের সাথে ইলম চর্চায় লেগে থাকা। হতাশ হয়ে হাল ছেড়ে না দেয়া।৬- খুব মনযোগ দিয়ে বক্তব্য শুনাঃ

সালাফে সালেহীনগণ বলতেন: 'তুমি আলেমদের মজলিসে বসো, জ্ঞানীদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো,  আর জেনে রেখো আল্লাহ তাআলা মৃত অন্তরকে জ্ঞানের আলো দিয়ে জীবিত করেন, যেমন তিনি মৃত যমীনকে বৃষ্ঠি দিয়ে জীবিত করেন।'



৭- অনেক শিখেফেলেছি এমন না ভাবা।

আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন,


'যে জ্ঞান অর্জন করেছ তাতে পরিতুষ্ট হয়ে বসে থেকো না, আর যা অর্জন করো নি তার ব্যাপারে হতাশ হইও না, আমল না করে পরকালের সফলতা আশা করোনা, দীর্ঘ জীবনের আশায় তওবা বিলম্ব করো না।'



৮- সালাফে সালেহীন বলতেন, 'বিনয় ও ভদ্র নম্র ব্যক্তিগণ অধিক জ্ঞান অর্জন করতে সক্ষম হন, যেমন নিচু ভূমি অধিক পানি ধারণ করে থাকে।'



৯- তারা আরো বলতেন, 'যে জানে তুমি তার কাছ থেকে জেনে নাও, আর যে জানে না তুমি তাকে শিখিয়ে দাও, তাহলে তুমি যা জানতে না তা জানবে এবং তুমি যা জেনেছ তা সংরক্ষণ করা সহজ হবে।'


১০- প্রতিদিন কিছু না কিছু শিখুন: 

কবি বলেন, 

ক্ষুদ্র বালুকার কণা বিন্দু বিন্দু জল,,

গড়ে তোলে মহাদেশ সাগর অতল,,


মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ,

করে যুগ-যুগান্তর অনন্ত মহান।


১১- আমাদের নেক পূর্বপুরুষগণ বলতেন, 


কোনটি ভালো কোনটি খারাপ জানলেই তাকে জ্ঞানী বলা যায় না,

প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি, যে দুটি ভালোর মধ্যে কোনটি বেশি ভালো এবং দুটি খারাপ এর মধ্যে কোনটি বেশি খারাপ তা বুঝতে পারে।


১২- ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন: ইলম অর্জন করতে ছয়টা জিনিস লাগে:

  • মেধা
  • প্রচন্ড আগ্রহ ও ইচ্ছা,
  • কঠোর পরিশ্রম,
  • পয়সা খরচ,
  • শিক্ষকের সাহচর্য ও তত্ত্বাবধান
  • দীর্ঘ সময় ধরে লেগে থাকা।


---------------- 

আপনাদের দ্বীনী ভাই,

আব্দুল্লাহ আল বাকী।