Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
রামাদান ২২- নিফাক্ব কি, কত প্রকার
আসসালামুয়ালাইকুম,
সমস্ত প্রশংসা আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তা’আলার জন্য যিনি আমাদেরকে আজকে তার অন্যতম প্রিয় আ'মাল সিয়ামের সামনে আমাদের হাজির করেছেন। সলাত ও সালাম আমাদের প্রিয় নাবী মুহাম্মাদ সল্লেল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি যিনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সেই সিয়ামের হক কিভাবে আদায় করতে হবে তা সরবোত্তম রুপে শিক্ষা দিয়েছেন।
আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তা’আলার অশেষ রহমতে আমরা অবশেষে আরো একটি রমজানের সামনে এসে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদেরকে এর হক পুর্নরুপে আদায় করার তৌফিক দিন, আমীন।
এবার এই রমজানে আমরা চেস্টা করবো প্রতিদিন একটা বিষয় শিখা। সেই বিষয়টা নতুন হতে পারে আবার আমার আগে জানাও থাকতে পারে। কিন্তু আমরা চাইবো প্রতিদিন কিছু না কিছু শিখতে যার জন্য রমজান একটি গুরুত্বপুর্ন সময়।
সালাফে সালেহীন বলতেন 'যে জানে তুমি তার কাছ থেকে জেনে নাও, আর যে জানে না তুমি তাকে শিখিয়ে দাও, তাহলে তুমি যা জানতে না তা জানবে এবং তুমি যা জেনেছ তা সংরক্ষণ করা সহজ হবে।'
তাই আমি ও আমরা এই পেইজে প্রতিদিন একটা বিষয় নিয়ে ছোট করে জানবো জানাবো আ ৩০ দিনের ৩০ টি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে ইসলামকে নিজের জানার চেস্টা করবো , ইনশাআল্লাহ
নিফাক :
নিফাক (নাফেক্বাহ) মানে ইঁদুরের গর্ত, যার দুই বা ততধিক মুখ থাকে। সে এক মুখ দিয়ে বিপদ দেখলে অপর মুখ দিয়ে পালিয়ে যায়। মুনাফিকরাও দ্বীমুখী নীতির হয়ে থাকে। তাদের এক মুখের নাম ইসলাম অপর মুখের নাম কুফুর।
পরিভাষায়: প্রকাশ্যে ইসলাম চর্চা করে কিন্তু অন্তরে কুফুর লুকিয়ে রাখে এমন লোককে মুনাফিক বলা হয়। এরা আসলে কাফের। কিন্তু মুসলিম সমাজের সুবিধা নেয়ার জন্য মুসলিমদেরকে ধোকা দিতে তাদের লেবাস ধারণ করে থাকে।
নিফাক দু’প্রকার:
1-বিশ্বাসগত নিফাক- এটি বড় নিফাক।
2-কর্মগত নিফাক- এটি ছোট নিফাক।
বড় নিফাক বা বিশ্বাসগত নিফাক কত প্রকার ও কি কি?
বড় নিফাক বা বিশ্বসগত নিফাক 6 প্রকার:
1- রাসূল স. কে মিথ্যা মনে করা,
2-রাসূর স. যাকিছু নিয়ে এসেছেন তার কোন একটিকে মিথ্যা মনে করা।
3-রাসূল স. এর প্রতি ঘৃণা-বিদ্বেষ রাখা।
4-রাসূল স. যাকিছু নিয়ে এসেছেন তার কোন একটির প্রতি ঘৃণা-বিদ্বেষ রাখা।
5-রাসূল স. এর আনিত দ্বীনের অধপতনে আনন্দিত হওয়া।
6-রাসূল স. এর আনিত দ্বীনের উন্নতিকে অপছন্দ করা।
এই নিফাকের কারণে একজন মুসলিম ইসলাম থেকে খারিজ হয়ে যায়।
মুনাফিকদের শাস্তি কেমন হবে?
উত্তর: মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কাফেরদের থেকে বেশী শাস্তি হবে মুনাফিকদের। (সূরা নিসা:145)
অন্তরে কুফুর , প্রকাশ্যে ইসলাম- একেই নিফাক বলে।
“আমি 30 জন সাহাবীর সাক্ষাত পেয়েছি; তাঁরা সকলেই নিজেদের ব্যাপারে মুনাফিকীর আশংকায় আতঙ্কিত থাকতেন” এটি কার উক্তি?
উত্তর: ইবনু আবী মুলাইকা, তিনি তাবেঈ ছিলেন।
ছোট নিফাকের আলামত চারটি:
1-আমানতের খেয়ানত করা,
2-মিথ্যা কথা বলা,
3-ওয়াদা ভঙ্গ করা,
4-ঝগড়া লাগলে অশ্লিল কথা বলা।
ছোট নেফাকীর কারনে কোন মুসলিম ইসলাম থেকে খারেজ হয় না। তবে ইহা কবীরা গুণাহ।
মনের মধ্যে নিফাক বা কুফুরীর আতঙ্ক অনুভব করা পরিচ্ছন্ন ঈমানের আলামত।
উভয় প্রকার নিফাকের মধ্যে পার্থক্য:
1-বড় নিফাক মুসলিমকে ইসলাম থেকে বের করে দেয়। ফলে সে আর মুসলিম থাকে না, মুরতাদ হয়ে যায়। ছোট নিফাক বের করে না।
2-বড় নিফাক বিশ্বাসগত বিষয়, কিন্তু ছোট নিফাক কর্মগত বিষয়।
3-বড় নিফাক মুমিনদের থেকে প্রকাশ পায় না। কিন্তু ছোট নিফাক প্রকাশ পায়।
4-বড় নিফাকে আক্রান্ত ব্যক্তি সাধারণত: তাওবা করে না, কিন্তু ছোট মুনাফিক অনেক সময় তাওবা করে থাকে।