HTML প্যারাগ্রাফ (p) ট্যাগ
এইচটিএমএল(HTML) টিউটোরিয়াল
Created by : mamun_1
HTML,CSS,Javascript
tutorial
Programming, Software and application
213
2020-10-03 12:17:22
HTML প্যারাগ্রাফ (p) ট্যাগ
ওয়েব পেজে কোন লেখা প্রকাশ করতে চাইলে p ট্যাগ ব্যবহার করা হয়। <p> হচ্ছে এর start tag এবং </p> হচ্ছে এর end tag. এই start এবং end ট্যাগের ভিতর যেকোন লেখা দিতে পারেন। এই লেখা প্যারাগ্রাফ আকারে ব্রাউজারে দেখাবে।
উদাহরনঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>paragraph tag</title>
</head>
<body>
<p>This is paragraph : ইহা একটি অনুচ্ছেদ। </p>
</body>
</html>