HTML ইমেজ (img) ট্যাগ
এইচটিএমএল(HTML) টিউটোরিয়াল
HTML ইমেজ (img) ট্যাগ
img মানে হচ্ছে ইমেজ বা ছবি। src মানে হচ্ছে ছবির URL বা লোকেশন। ছবি আর ওয়েব পেজ যদি একই ফাইলে থাকে তাহলেsrc="image"> ডবল কোটেশনের ভিতরে সরাসরি ছবির নাম। আর alt দিতে হয় কারণ কোন কারণে ছবিটি প্রদর্শিত না হলে তাহলেalt="image এই image টেক্সটটি শো করবে। আর যে ফাইলে ওয়েব পেজটি আছে ছবিটি যদি অন্য ফাইলে থাকে তাহলে আগে সেই ফাইলের নাম তারপর ছবির নাম দিতে হবে। উদাহরণ:
<img src="ফাইলের নাম / ছবির নাম">
src অ্যাট্রিবিউট :
এটি <img> ট্যাগের অত্যবশ্যকীয় অ্যাট্রিবিউট। src অ্যাট্রিবিউটের মান path or URL বলতে বুঝায়, যে ছবি যুক্ত করা হবে তার পাথ বা অ্যাড্রেচিত্র বা ছবিটি লোকাল কম্পিউটারে (যে কম্পিউটারে ওয়েবপেইজ তৈরি করা হয়) থাকতে পারে অথবা ওয়েব সার্ভারের কোথাও থাকতে পারে। এক্ষেত্রে চিত্রটি লোকাল কম্পিউটারে থাকলে নির্দিষ্ট করার জন্য একটি পাথ প্রয়োজন এবং চিত্রটি ওয়েব সার্ভারের কোথাও থাকলে নির্দিষ্ট করার জন্য URL প্রয়োজন হয়