HTML ID and Class
এইচটিএমএল(HTML) টিউটোরিয়াল
HTML ID and Class
ID
ID দিয়ে এইচটিএমএল এর একটি নির্দিষ্ট ইলিম্যান্টকে স্টাইল দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
- একটি ইলিম্যান্ট এর জন্য একটি মাত্র ID ব্যবহার করা যায়।
- একটি ID একটি পেইজে মাত্র একবার ব্যবহার করা যায়।
সিএসএস এ id এর রুল গুলো লেখা শুরু করার আগে # চিহ্ন দিতে হয় তারপর id এর নাম এবং শেষে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে সিএসএস রুল গুলো লিখতে হয়
উদাহরন:
<!DOCTYPE html>
<head>
<title>ID Example</title>
<style>
p {
color:red;
}
#myid {
color:blue;
}
</style>
</head>
<body>
<h1> Hello web! </h1>
<p>This is a paragraph </p>
<p id="myid">This is another paragraph with an id </p>
<p>This is another paragraph with an id </p>
</body>
</html>
Class
অপর দিকে class দিয়ে একের অধিক ইলিম্যান্টকে স্টাইল দেওয়া যায়।
- একই class একের অধিক ইলিম্যান্ট এর মধ্যে থাকতে পারে।
- একই ইলিম্যান্ট এর একের অধিক class থাকতে পারে।
সিএসএস এ class এর রুল গুলো লেখা শুরু করার আগে . [ডট] চিহ্ন দিতে হয় তারপর class এর নাম এবং শেষে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে সিএসএস রুল গুলো লিখতে হয়
উদাহরন:
<!DOCTYPE html>
<head>
<title>ID Example</title>
<style>
p {
color:red;
}
.myclass {
color:blue;
}
.myclass2 {
font-size:20px;
font-weight:bold;
}
</style>
</head>
<body>
<h1> Hello web! </h1>
<p>This is a paragraph </p>
<p class="myclass">This is another paragraph with a class </p>
<p>This is another paragraph </p>
<p class="myclass2">This is another paragraph with another class </p>
<p class="myclass myclass2">This is a paragraph with two class</p>
</body>
</html>