Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
এইচটিএমএল এর টেক্সট ফরমেটিং (HTML Text Formatting Elements)
এইচটিএমএল টিউটোরিয়াল টি টিউটোরিয়াল HTML এর প্রাথমিক এবং উন্নত ধারণা সরবরাহ করে। আমাদের এইচটিএমএল টিউটোরিয়ালটি নতুন এবং পেশাদারদের জন্য তৈরি। আমাদের টিউটোরিয়ালে, প্রতিটি বিষয়কে ধাপে ধাপে দেওয়া হয় যাতে আপনি এটি খুব সহজ উপায়ে শিখতে পারেন। আপনি যদি এইচটিএমএল শেখার ক্ষেত্রে নতুন হন তবে আপনি প্রাথমিক থেকে একটি পেশাদার পর্যায়ে এইচটিএমএল শিখতে পারবেন এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সাহায্যে এইচটিএমএল শিখার পরে আপনি নিজের ইন্টারেক্টিভ এবং গতিশীল ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হবেন। তবে এখন আমরা এই টিউটোরিয়ালে কেবল এইচটিএমএলকে কেন্দ্র করব।
এইচটিএমএল এর টেক্সট ফরমেটিং (HTML Text Formatting Elements)
এইচটিএমএল Bold এবং strong ফরম্যাট এর উদাহরণ
<b> এলিমেন্ট Text কে বোল্ড করে, Text কে কোন বিশেষ গুরুত্ব প্রদান করে না।
উদাহরনঃ
<p>This is normal text - <b>and this is bold text</b>.</p>
এইচটিএমএল italic এবং emphasized ফরম্যাট
এইচটিএমএল এ <i> উপাদান দিয়ে ইতালিক টেক্সট ডিসপ্লে করা হয় কোন অতিরিক্ত গুরুত্ত প্রদান করা ব্যতীত।উদাহরনঃ
<p><i>Lorem ipsum</i> is the most popular filler text in history.</p>
এইচটিএমএল small ফরম্যাটিং
<small> ট্যাগ ব্যবহার করে এইচটিএমএল এ ছোট আকারের লেখা দেখানো যায়
উদাহরনঃ
<p>This is some normal text.</p>
<p><small>This is some smaller text.</small></p>
এইচটিএমএল marked ফরম্যাটিং:
হাই লাইট করা কোন টেক্সট ডিসপ্লে করার জন্য ব্যবহার করা হয়<mark> ট্যাগ
উদাহরনঃ
<p>Do not forget to buy <mark>milk</mark> today.</p>
এইচটিএমএল deleted ফরম্যাটিং
কোন টেক্সট কে বাদ দেয়া বা মুছে ফেলা হয়েছে বুঝাতে টেক্সট এর গায়ে কাটা চিহ্ন দেখানোর জন্য <d ট্যাগ ব্যবহার করা হয় ।উদাহরণঃ
<p>My favorite color is <del>blue</del>!</p>
এইচটিএমএল inserted ফরম্যাটিং
কোন নতুন টেক্সট যুক্ত করা হয়েছে বূঝাতে টেক্সট এর নিচে দাগ দেখানোর জন্য আমরা<ins> ট্যাগ ব্যবহার করা হয়।উদাহরণঃ
<p> my favorite color is <ins>is not color<ins/> <p/>
এইচটিএমএল subscripts ফরম্যাটিং
সাধারন লাইনের নিচে কোন টেক্সট কে ডিসপ্লে করার জন্য আমরা <sub> ট্যাগটি ব্যবহার করব
উদাহরণঃ
<p> my favorite color is <sub>is not color<sub/> <p/>
এইচটিএমএল superscripts ফরম্যাটিং
সাধারন লাইনের উপরে কোন টেক্সট কে দেখানোর জন্য আমরা <sup> এই ট্যাগ টি ব্যবহার করা হয়
উদাহরণঃ
<p> my favorite color is <sup>is not color<sup/> <p/>