এইচটিএমএল ক্যানভাস রেফারেন্স - HTML Canvas Ref.
এইচটিএমএল(HTML) টিউটোরিয়াল
Created by : mamun_1
HTML,CSS,Javascript
tutorial
Programming, Software and application
213
2020-10-03 12:17:22
কোন ওয়েব পেজে এইচটিএমএল ৫.০ এর <canvas> এলিমেন্ট ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের মাদ্ধমে গ্রাফিক্স অংকন করা জায়। । <canvas> এলিমেন্ট হল গ্রাফিক্সের জন্য সুধুমাত্র একটি ধারক বা container. কোন গ্রাফিক্স অংকন করতে হলে অবসসয় আপনাকে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। বক্স, বৃত্ত, টেক্সট বা কন ছবি যুক্ত করার জন্য ক্যানভাসের বিভিন্ন মেথড রয়েছে