আবশ্যক ফরম ফিল্ড(Required form field)
পিএইচপি(PHP)টিউটোরিয়াল
পূর্বের অধ্যায়ে আমরা ভ্যালিডেশন রুলস টেবিলে দেখেছিলাম "নাম", "ই-মেইল" এবং "লিঙ্গ" আবশ্যক(required) ফিল্ড। এই ফিল্ডগুলো কখনোও খালি রাখা যাবে না। অর্থাৎ এইচটিএমএল ফর্ম এর এই ইনপুট ফিল্ডসমূহ অবশ্যই পূরন করতে হবে।আমরা আবারো ইনপুট ফিল্ড এবং এদের লেভেল নিচের টেবিলে তুলে ধরলামঃ
ভ্রান্তিসমূহ(errors) স্টোর এবং প্রদর্শনীর জন্য নিচের পিএইচপি কোড-এ আমরা কিছু নতুন ভ্যারিয়েবল $nameErr, $emailErr এবং $genderErr যোগ করেছি।এই এরর ভ্যারিয়েবলগুলো যথাক্রমে আবশ্যক ফিল্ডসমূহের জন্য error মেসেজ ধারণ করে। এছাড়া প্রত্যেক $_POST ভ্যারিয়েবলের জন্য আমরা কন্ডিশনাল if else স্টেটমেন্টও যোগ করেছি। যার মাধ্যমে আমরা শর্তের উপর ভিত্তিকরে কোড সম্পাদন করতে পারি
Example:
<?php
$name = $email = $gender = $messege = "";
if ($_SERVER["REQUEST_METHOD"] == "POST") {
$nameErr = "নাম অবশ্যই পূরন করতে হবে";
} else {
$name = verify_input($_POST["name"]);
}
if (empty($_POST["email"])) {
$emailErr = "ইমেইল অবশ্যই পূরন করতে হবে";
} else {
$email = verify_input($_POST["email"]);
}
if (empty($_POST["gender"])) {
$genderErr = "লিঙ্গ অবশ্যই পূরন করতে হবে";
} else {
$gender = verify_input($_POST["gender"]);
}
if (empty($_POST["messege"])) {
$messege = "";
} else {
$messege = verify_input($_POST["messege"]);
}
}
function verify_input($data) {
$data = trim($data);
$data = stripslashes($data);
$data = htmlspecialchars($data);
return $data;
}
?>