Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

প্যারামিটার ও আর্গুমেন্ট(Parameters and arguments)

পিএইচপি(PHP)টিউটোরিয়াল

Created by : mamun_1
tutorial
Programming, Software and application
805
2020-10-03 12:17:22

একটি ফাংশন যেসব ইনপুট গ্রহন করে এগুলোই হলো প্যারামিটার । প্যারামিটার গুলো ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করা হয় এবং ফাংশন বডির ভিতরে ঐ প্যারামিটারগুলোর ভ্যালু আমরা ঐ ভ্যারিয়েবলগুলো থেকে পাই ।

আর ফাংশন কল করার সময় ঐ প্যারামিটারগুলোর জন্য ভ্যালু পাস করার জন্য যে এক্সপ্রেশন ব্যবহার করি সেটাই হলো আর্গুমেন্ট ।

সহজ ভাষায়, ফাংশন ডিফাইন করার সময় ব্যবহৃত ভ্যারিয়েবলগুলো প্যারামিটার, কল করার সময় ফাংশন টাকে যেই ভ্যালু পাস করে কল করি তা হলো আর্গুমেন্ট ।

<?php

function testFunc($name, $age) 

{


}


testFunc("masnun", 5*4)


এখানে $name এবং $age হলো প্যারামিটার, "masnun" এবং 5*4 হলো আর্গুমেন্ট । তবে প্রায়শই আমরা দেখি এই দুটো টার্ম এর একটার জায়গায় আরেকটা টার্ম ব্যবহৃত হতে ।