Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
ইউজার ডিফাইনড ফাংশন(User defined function)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
আমাদের নানা কাজে নানা ধরণের ফাংশন প্রয়োজন হয়, এই সব ক্ষেত্রে আমরা নিজেরাই ফাংশন তৈরি করে নিতে পারি বা অন্যের তৈরি করা ফাংশন ব্যবহার করতে পারি । যে সব ফাংশন ইউজার অর্থাৎ আমাদের (আমার নিজের বা অন্য কোন ডেভেলপারের) তৈরি করা সেগুলোকে ইউজার ডিফাইনড ফাংশন বলা হয়
Example:
<?php
function sayHello($name)
{
return "Hello {$name}!";
}
?>
এখানে আমরা একটি ইউজার ডিফাইনড ফাংশন দেখছি, এই ফাংশনটি একটি নাম এ্যাক্সেপ্ট করে একটি সুন্দর গ্রিটিং রিটার্ন করে ।