Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার(What you need to know before learning PHP)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
১. এইচটিএমএল .বিশেষ করে এইচটিএমএল ফর্ম
এইচটিএমএল
(HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যসিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবতারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট তৈরী করতে পা
এইচটিএমএল ফর্ম:
সাইটের ভিজিটরদের তথ্য নেয়ার জন্য ফর্ম ব্যবহার হয়। এজন্য এইচটিএমএল এ <form></form> এলিমেন্ট আছে এবং এর ভিতর নানান ধরনের ফর্ম সংক্রান্ত এলিমেন্ট ব্যবহার করে চমৎকার ফর্ম বানানো যায়। তবে ফর্ম পুরন করে ইউজার যখন সাবমিট করবে তখন সার্ভার সাইড ল্যাংগুয়েজ যেমন পিএইচপি, পাইথন, এএসপি ইত্যাদি ব্যবহার করে প্রসেস করতে হয় এমনকি প্রসেসের পর ডেটাবেস ব্যবহার করে সেভ করেও রাখা যায়। যাইহোক এইচটিএমএল form এলিমেন্ট দিয়ে শুধু ফর্মটি তৈরী করা হয়।
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।ন।রবে