Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

এনভিরন্মেন্ট সেটআপ অ্যান্ড ইনস্টলেশন(Environment setup and installation)

পিএইচপি(PHP)টিউটোরিয়াল

Created by : mamun_1
tutorial
Programming, Software and application
805
2020-10-03 12:17:22

প্রথম টিউটোরিয়ালটি তো পড়েছেন তাহলে এটা বুঝতে আর সমস্যা হবেনা। ক্লাইন্ট সফটওয়ারগুলিতো সবার আছেই এখন শুধু ইনস্টল দিতে হবে ওয়েব সার্ভার যেমন apache এবং অবশ্যই পিএইচপি আর একটা ডেটাবেস সফটওয়ারও ইনস্টল দিয়ে নিন যেমন: MySQL, কি কাজে লাগবে তা পরে বলছি। এ সফটওয়ারগুলি সব ফ্রি পাওয়া যায়। নিশ্চয় এতক্ষনে গুগলে সার্চ দিয়ে সফটওয়ারগুলি খোজা শুরু করেছেন। একটা সহজ ঠিকানা দিচ্ছি এখানে এমন একটা সফটওয়ার পাবেন যেটা ইনস্টল দিলে সবগুলি একবারেই ইনস্টল হয়ে যাবে। আর আলাদা আলাদা ভাবে ইনস্টল দিতে হবেনা। সফটওয়ারটি হচ্ছে XAMPP. XAMPP এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করুন https://www.apachefriends.org/download.html অন্যান্য সফটওয়ার এর মত ইনস্টল দিন।

ইন্সটল শেষে ডেস্কটপে XAMPP এর একটি আইকন দেখাবে সেখানে ডাবল ক্লিক করে ওপেন করুন অথবা অন্যভাবে করতে পারেন-যে ড্রাইভে ইনস্টল দিয়েছেন সেখানে গেলেই একটা XAMPP Control Panel নামে আইকন দেখতে পাবেন অর্থ্যাৎ আপনি যদি C ড্রাইভে ইনস্টল দেন তাহলে C:\Program Files\xampp বা C:\xampp এই লোকেশনে পাবেন। ব্যাস এখন শুধু start বাটনে click করুন (Apache এবং MySql)।

[WAMP, MAMP এসব কি?]

WAMP এটা একটা সফটওয়ার উইন্ডোজের জন্য। WAM = Windows + Apache + MySQL + PHP. আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে XAMPP ইনস্টল না দিয়ে WAMP দেন তবু পিএইচপির কাজ করতে পারবেনMAMP হচ্ছে ম্যাক পিসির জন্য। MAMP = Mac +  Apache + MySQL + PHP

LAMP হল লিনাক্সের জন্য। LAMP =  Linux + Apache + MySQL + PHP

XAMPP = X(Cross Platform) +  Apache + MySQL + PHP + Perl অর্থ্যাৎ XAMPP দিলে যেকোন প্লাটফর্মে পিএইচপি এনভায়ারোমেন্ট সেটাপ হয়ে গেল। সবগুলি দিয়েই একই কাজ। XAMPP একটু বেশি বিখ্যাত। লিনাক্স, ম্যাক, উইন্ডোজ এসবের জন্য XAMPP এর সংশ্লিষ্ট ভার্সন আছে। যেমন আমরা উইন্ডোজের জন্য যে XAMPP ব্যবহার হয়ে সেটা ডাউনলোড করে ইনস্টল দিয়েছি।