Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
মাল্টি এ্যারে-Multi Array
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
মাল্টিডাইমেনশনাল Array বলতে ঐধরনের Array কে বুঝায় যার মধ্যে দুই বা তার অধিক Array থাকে।
পিএইচপি দুই, তিন, চার, পাঁচ অথবা তারো অধিক ডাইমেনশনের Array বুঝে। কিন্তু বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই তিন ডাইমেনশনের অধিক Array কে ম্যানেজ করা কষ্টকর হয়ে যায়পিএইচপি Two-Dimensional Array
একটি দুই ডাইমেনশন Array হলো Array এর মধ্যে Array। তিন ডাইমেনশন Array হলো Array এর মধ্যে Array তার মধ্যে Array।
Example:
<html>
<head>
<title>পিএইচপি উদাহরণ</title>
<style type="text/css">
table, th, td{
border: 2px solid;
border-collapse: collapse;
padding: 2px;
}
table{
width: 100%;
}
</style>
</head>
<body>
<?php
$mobiles = array(
array("স্যামসাং",95,53),
array("নকিয়া",169,113), array("ব্লাকবেরি",25,10),
array("আইফোন",70,45)
);
echo "<table><tr><th>মোবাইলের নাম</th><th>স্টকের পরিমান</th><th>বিক্রয়ের পরিমান</th></tr>";for ($row=0; $row < 4 ; $row++) {
echo "<tr>";
for ($col=0; $col < 3 ; $col++) {
echo "<td>". $mobiles[$row][$col] ."</td>";
}
echo "</tr>";
}
echo "</table>";
?>
</body>
</html>স্ট্রিং এর দৈর্ঘ্য(length) নির্ণয়
পিএইচপি strlen() ফাংশনের মাধ্যমে স্ট্রিং এর দৈর্ঘ্য নির্ণয় করা হয়।
Example:
<?php
Echo strlen(“hello are”);
?>