Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
ইকো এবং প্রিন্ট(Echo and print)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
echo এবং print স্টেটমেন্ট প্রায় একই রকম। কারণ দুটোকেই ব্যবহার করা হয় ব্রাউজার/কনসোলে আউটপুট নেওয়ার জন্য।
স্টেটমেন্ট দুটির কাজ একই হওয়া সত্ত্বেও সামান্য কিছু পার্থক্য বিদ্যমানঃ echo এর কোনো রিটার্ন ভ্যালু নাই। কিন্তু print এর রিটার্ন ভ্যালু হলো 1। সুতরাং printকে এক্সপ্রেশনেও ব্যবহার করা যায়।
a. Print একটি মাত্র আর্গুমেন্ট গ্রহণ করতে পারে।
b. echo একের অধিক আর্গুমেন্ট গ্রহণ করতে পারে।
c. echo তুলনামূলকভাবে print এর চেয়ে দ্রুত কাজ করে।
print :Example
<?php
Print ”hello word”;
?>
Echo:example
<?php
Echo”hello word”;
?>