অপারেটর কি(What is the operator)
পিএইচপি(PHP)টিউটোরিয়াল
Created by : mamun_1
tutorial
Programming, Software and application
805
2020-10-03 12:17:22
গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয় সেগুলোকে অপারেটর বলা হয়।
ভ্যারিয়েবল এবং ভ্যালুর মধ্যে অপারেশন করার জন্য অপারেটর ব্যবহৃত হয়।
অপারেটর এক ধরণের প্রতীক যা ভ্যালু অথবা ভ্যারিয়েবলকে অপারেট করতে পারে। উদাহরণস্বরূ+ একটি অপারেটর যা যোগ করতে ব্যবহৃত হয়।
পিএইচপি অপারেটরগুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করেছেঃ
- Arithmetic অপারেটরঃ গানিতিক হিসাব-নিকাশ করে।
- Assignment অপারেটরঃ ভ্যারিয়েবলে ভ্যালু এসাইন/জমা করে।
- Comparison অপারেটরঃ দুই বা ততোধিক ভ্যালুর তুলনা করে।
- Increment/Decrement অপারেটরঃ ভ্যালু এক বৃদ্ধি/হ্রাস করে।
- Logical অপারেটরঃ সিন্ধান্ত গ্রহণে সহায়তা করে।
- string অপারেটরঃ স্ট্রিং এসাইন এবং দুটি স্ট্রিং একত্রিত করে।
- array অপারেটরঃ array এর মধ্যে তুলনা করে।

- প্রোগ্রামিং কি? (What is programming)
- প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কি? (What is a programming language)
- পিএইচপি কি (What is PHP)
- পিএইচপি কেন শিখব(Why learn PHP)
- পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার(What you need to know before learning PHP)
- সার্ভার অ্যান্ড ক্লাইন্ড কি(Server and client key)
- এনভিরন্মেন্ট সেটআপ অ্যান্ড ইনস্টলেশন(Environment setup and installation)
- এডিটর বা কোথায় লিখবেন(Editor or where to write)
- প্রথম পিএইচপি প্রোগ্রাম - বেসিক সংকেত(The first PHP program - Basic Signals)
- অপারেটর কি(What is the operator)
- গাণিতিক অপারেটর(Mathematical operator)
- অ্যাসাইনমেন্ট অপারেটর(Assignment Operator)
- তুলনা অপারেটর(Comparison operator)
- বর্ধিত / হ্রাস অপারেটার(Increased / decreased operator)
- লজিক্যাল অপারেটর(Logical operator)
- স্ট্রিং অপারেটর(String operator)
- এরে অপারেটর(Array operator)
- ফাংশনস(function)
- বিল্টইন ফাংশন(Built-in function)
- ইউজার ডিফাইনড ফাংশন(User defined function)
- ডিফাইনিং ফাংশন(Define function)
- প্যারামিটার ও আর্গুমেন্ট(Parameters and arguments)
- প্যারামিটার ছাড়া ফাংশন
- প্যারামিটার সহ ফাংশন
- রিটার্ন ভ্যালু
- ভ্যারিয়েবল ফাংশন
- ফাংশনে ভ্যারিয়েবলের ব্যবহার
- এনোনিমাস ফাংশন
- রিকার্সিভ ফাংশন