Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
অপারেটর কি(What is the operator)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয় সেগুলোকে অপারেটর বলা হয়।
ভ্যারিয়েবল এবং ভ্যালুর মধ্যে অপারেশন করার জন্য অপারেটর ব্যবহৃত হয়।
অপারেটর এক ধরণের প্রতীক যা ভ্যালু অথবা ভ্যারিয়েবলকে অপারেট করতে পারে। উদাহরণস্বরূ+ একটি অপারেটর যা যোগ করতে ব্যবহৃত হয়।
পিএইচপি অপারেটরগুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করেছেঃ
- Arithmetic অপারেটরঃ গানিতিক হিসাব-নিকাশ করে।
- Assignment অপারেটরঃ ভ্যারিয়েবলে ভ্যালু এসাইন/জমা করে।
- Comparison অপারেটরঃ দুই বা ততোধিক ভ্যালুর তুলনা করে।
- Increment/Decrement অপারেটরঃ ভ্যালু এক বৃদ্ধি/হ্রাস করে।
- Logical অপারেটরঃ সিন্ধান্ত গ্রহণে সহায়তা করে।
- string অপারেটরঃ স্ট্রিং এসাইন এবং দুটি স্ট্রিং একত্রিত করে।
- array অপারেটরঃ array এর মধ্যে তুলনা করে।