Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

অপারেটর কি(What is the operator)

পিএইচপি(PHP)টিউটোরিয়াল

Created by : mamun_1
tutorial
Programming, Software and application
805
2020-10-03 12:17:22

গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য যে কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয় সেগুলোকে অপারেটর বলা হয়।

ভ্যারিয়েবল এবং ভ্যালুর মধ্যে অপারেশন করার জন্য অপারেটর ব্যবহৃত হয়।

অপারেটর এক ধরণের প্রতীক যা ভ্যালু অথবা ভ্যারিয়েবলকে অপারেট করতে পারে। উদাহরণস্বরূ+ একটি অপারেটর যা যোগ করতে ব্যবহৃত হয়।

পিএইচপি অপারেটরগুলোকে নিম্নোক্ত ভাগে ভাগ করেছেঃ

  • Arithmetic অপারেটর গানিতিক হিসাব-নিকাশ করে।
  • Assignment অপারেটরঃ ভ্যারিয়েবলে ভ্যালু এসাইন/জমা করে।
  • Comparison অপারেটরঃ দুই বা ততোধিক ভ্যালুর তুলনা করে।
  • Increment/Decrement অপারেটরঃ ভ্যালু এক বৃদ্ধি/হ্রাস করে।
  • Logical অপারেটরঃ সিন্ধান্ত গ্রহণে সহায়তা করে।
  • string অপারেটরঃ স্ট্রিং এসাইন এবং দুটি স্ট্রিং একত্রিত করে।
  • array অপারেটরঃ array এর মধ্যে তুলনা করে।