Delete
Setting
Add New Item
Menu List
Title | Content Type | Order | Action | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
{{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
{{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
No record |
সার্ভার অ্যান্ড ক্লাইন্ড কি(Server and client key)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
সার্ভার কি?
সার্ভার বিভিন্ন প্রকারের হয় যেমন ওয়েব সার্ভার , এন.এন.পি.টি সার্ভার ,
ডাটাবেজ় সার্ভার , এফ.টি.পি সার্ভার ইত্যাদি । ওয়েব সার্ভার হল এমন এক
প্রকারের সার্ভার যা html বা css বা php ইত্যাদি হাইপার টেক্সট সাথে
সংযুক্ত ফাইল গুলোকে ক্লাইন্ট হোস্টে প্রেরন করে। মুল কথা হল কোন ওয়েব সাইট
কে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে । বর্তমানে অনেক প্রকারের
ওয়েব সার্ভার দেখা যায় , যেমন মাইক্রোসফট এর আইআইএস বা IIS সার্ভার বা
লিনাক্স এর Apache . এবং সকল প্রকার ওয়েব সার্ভার এ http protocool
ব্যবহার করা হয় ।
আর এক প্রকারের সার্ভার আছে তার নাম এন.এন.পি.টি সার্ভার , এর পূর্ন নাম
হল Networks news transfer protocool বা NNTP সার্ভার । এই সার্ভার এর
মাধ্যমে আপনি ইন্টানেট এর খবর পড়তে এবং কোন খবর প্রলানোর জন্য।
ক্লাইন্ড: সার্ভারে থেকে তথ্য নিয়ে কাজ করে থেকে ক্লাইন্ড।
কাশ কর