পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার(What you need to know before learning PHP)
পিএইচপি(PHP)টিউটোরিয়াল
১. এইচটিএমএল .বিশেষ করে এইচটিএমএল ফর্ম
এইচটিএমএল
(HTML) এর অর্থ হচ্ছে Hyper Text Markup Language. এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়, মার্কআপ ল্যাংগুয়েজ।
ওয়েব ডেভেলপার হতে হলে এই ল্যাংগুয়েজ টি সবার আগে ভালভাবে শিখতে হবে।তবে এটা শেখা খুব সহজ।
এটা শিখলেই আপনি একটা ওয়েব পেজ তৈরী করতে পারবেন। এরপর যসিএসএস শেখেন তাহলে ঐ পেজটিতে আরেকটু প্রান দিতে পারবতারপর জাভাস্ক্রিপ্টের পালা, জাভাস্ক্রিপ্ট শিখে এর এপ্লিকেশন করলে আপনার ঐ ওয়েব পেজটি ডাইনামিক হওয়া শূরু হল। সবশেষে পিএইচপি + ডেটাবেস শিখলে আপনি পূর্নাঙ্গ ডেটাবেস Driven ওয়েবসাইট তৈরী করতে পা
এইচটিএমএল ফর্ম:
সাইটের ভিজিটরদের তথ্য নেয়ার জন্য ফর্ম ব্যবহার হয়। এজন্য এইচটিএমএল এ <form></form> এলিমেন্ট আছে এবং এর ভিতর নানান ধরনের ফর্ম সংক্রান্ত এলিমেন্ট ব্যবহার করে চমৎকার ফর্ম বানানো যায়। তবে ফর্ম পুরন করে ইউজার যখন সাবমিট করবে তখন সার্ভার সাইড ল্যাংগুয়েজ যেমন পিএইচপি, পাইথন, এএসপি ইত্যাদি ব্যবহার করে প্রসেস করতে হয় এমনকি প্রসেসের পর ডেটাবেস ব্যবহার করে সেভ করেও রাখা যায়। যাইহোক এইচটিএমএল form এলিমেন্ট দিয়ে শুধু ফর্মটি তৈরী করা হয়।
২. C জানা থাকে তাহলে সুবিধা আছে।ন।রবে

- প্রোগ্রামিং কি? (What is programming)
- প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কি? (What is a programming language)
- পিএইচপি কি (What is PHP)
- পিএইচপি কেন শিখব(Why learn PHP)
- পিএইচপি শেখার আগে কি জানা থাকা দরকার(What you need to know before learning PHP)
- সার্ভার অ্যান্ড ক্লাইন্ড কি(Server and client key)
- এনভিরন্মেন্ট সেটআপ অ্যান্ড ইনস্টলেশন(Environment setup and installation)
- এডিটর বা কোথায় লিখবেন(Editor or where to write)
- প্রথম পিএইচপি প্রোগ্রাম - বেসিক সংকেত(The first PHP program - Basic Signals)
- অপারেটর কি(What is the operator)
- গাণিতিক অপারেটর(Mathematical operator)
- অ্যাসাইনমেন্ট অপারেটর(Assignment Operator)
- তুলনা অপারেটর(Comparison operator)
- বর্ধিত / হ্রাস অপারেটার(Increased / decreased operator)
- লজিক্যাল অপারেটর(Logical operator)
- স্ট্রিং অপারেটর(String operator)
- এরে অপারেটর(Array operator)
- ফাংশনস(function)
- বিল্টইন ফাংশন(Built-in function)
- ইউজার ডিফাইনড ফাংশন(User defined function)
- ডিফাইনিং ফাংশন(Define function)
- প্যারামিটার ও আর্গুমেন্ট(Parameters and arguments)
- প্যারামিটার ছাড়া ফাংশন
- প্যারামিটার সহ ফাংশন
- রিটার্ন ভ্যালু
- ভ্যারিয়েবল ফাংশন
- ফাংশনে ভ্যারিয়েবলের ব্যবহার
- এনোনিমাস ফাংশন
- রিকার্সিভ ফাংশন