Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

এডিটর বা কোথায় লিখবেন(Editor or where to write)

পিএইচপি(PHP)টিউটোরিয়াল

Created by : mamun_1
tutorial
Programming, Software and application
806
2020-10-03 12:17:22

কোড গুলো আমরা সাধারণত লিখি একটা টেক্সট এডিটরে। আপনারা অনেকেই হয়তো মাইক্রোসফট ওয়ার্ড বা এমন ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে থাকবেন। ওয়ার্ড প্রসেসর আর টেক্সট এডিটরের পার্থক্য হচ্ছে টেক্সট এডিটরে আমরা যাই লিখি, তার সোর্স কোড তাই থাকবে। ওয়ার্ড প্রসেসরে আমরা যা লিখি, তা সে নিজের মত করে এনকোড করে রাখে। আপনার  কম্পিউটারে ডিফল্ট টেক্সট এডিটর রয়েছে। যেমন  উইন্ডোজে textpad.

আমরা আমাদের কোড যে কোন টেক্সট ইডিটরে লিখতে পারি। পিএইচপি প্রোগ্রামিং এর এক্সটেনশন হচ্ছে .php। এরপর আমাদের কোড টি .php ফাইল হিসেবে যেমন hello.php নামে সেভ করে কম্পাইলারের মাধ্যমে রান করতে পারি।

সকল www ডকুমেন্টের মুল ডাইরেক্টরি হচ্ছে “C:\xampp\htdocs”(তবে যদি অন্য ড্রাইভে ইনস্টল দিয়ে থাকেন যেমন:D drive তখন এটা হবে “D:\xampp\htdocs”). এখন যদি এই ডাইরেক্টরিতে “mytest.php” নামে কোন ফাইল রাখেন তাহলে আপনি এটাতে অ্যাকসেস পেতে পারেন এভাবে-ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost/mytest.php

আচ্ছা এবার কোড লেখা শুরু করি চলুন,তার আগে একটা কথা কোড কোথায় লিখবেন?নোটপ্যাডে?লিখতে পারেন তবে পিএইচপি কোডলেখার জন্য কিছু স্পেশালাইজড সফটওয়ার আছে যেমন:Net Beans, Dreamweav ইত্যাদি এগুলোতে কোড লিখলে অনেক সুবিধা পাবেন।এগুলো আর বললাম না লিখতে ধরলেই টের পাবেন,যে সুবিধাগুলো নোটপ্যাডে পাবেন না।এগুলোকে বলে IDE (Integrated Development Environment).আপনি যেটাতে সাচ্ছ্যন্দবোধ করেন সেটা ব্যাবহার করুন।