Your cart
  • IMG
    {{cart_item.name}}
    {{cart_item.variation_attribute_name}}: {{cart_item.variation_attribute_label}}
    {{cart_item.item_unit}}: {{ setCurrency(cart_item.price)}}
    {{ setCurrency(cart_item.price*cart_item.quantity)}}
    Invalid quantity more than stock
Total :
{{setCurrency(cart.sub_total)}}

There is no item in the cart. If you want to buy, Please click here.

তুলনা অপারেটর(Comparison operator)

পিএইচপি(PHP)টিউটোরিয়াল

Created by : mamun_1
tutorial
Programming, Software and application
806
2020-10-03 12:17:22

তুলনা অপারেটর ব্যবহার করে দুইটি এক্সপ্রেশন তুলনা করা যায়।

Example:

<= ,=>, < ,>


<?php

$a = 200;

$b = "200";

// $a == $b সত্য রিটার্ন করবে কারন ভ্যালু সমান।

var_dump($a == $b);

// $a === $b মিথ্যা রিটার্ন করবে কারন টাইপ একই রকম না।

var_dump($a === $b);

// $a != $b মিথ্যা রিটার্ন করবে কারন ভ্যালু সমান।

var_dump($a != $b);

// $a <> $b মিথ্যা রিটার্ন করবে কারন ভ্যালু সমান।

var_dump($a <> $b);

// $a !== $b সত্য রিটার্ন করবে কারন টাইপ একই রকম না।

var_dump($a !== $b);

// $a > $b মিথ্যা রিটার্ন করবে কারন $b এবং $a সমান।

var_dump($a > $b);

// $a < $b মিথ্যা রিটার্ন করবে কারন $b এবং $a সমান।

var_dump($a < $b);

// $a >= $b সত্য রিটার্ন করবে কারন $b এর চেয়ে $a সমান অথবা বড়।var_dump($a >= $b);

// $a <= $b সত্য রিটার্ন করবে কারন $b এর চেয়ে $a সমান অথবা ছোট।var_dump($a <= $b);?>