Delete
Setting
Add New Item
Menu List
| Title | Content Type | Order | Action | ||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| {{kb_content.name}} {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
| {{kb_content.name}} | {{setValue(content_types, kb_content.content_type)}} | {{kb_content.sort_order}} | Preview Edit Edit Content | ||||||
| No record | |||||||||
লজিক্যাল অপারেটর(Logical operator)
পিএইচপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা সার্ভার নিয়ন্ত্রিত স্ক্রিপ্টিং ভাষা। অর্থাৎ স্ক্রিপ্ট গুলোকে ইউজার দ্বারা কম্পিউটার থেকে নিয়ন্ত্রনের পরিবর্তে সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এই ভাষাটিকে সরাসরি সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয় সেহেতু ওয়েবসাইটের গতি, প্রসেসিং, ইউজার ইন্টারফেস, কাজের দ্রুতগতি সব কিছুতেই বিশাল রকমের উন্নতি ঘঠবে এটাই স্বাভাবিক। পিএইচপি ব্যবহারের ফলে ডাইনামিকালি সব কাজ হয়ে যায় বলেই এটিকে ওয়েব ডেভেলপেমেন্টের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একারণে কেউ কেউ পিএইচপি'কে ওয়েব ডেভেলপেমেন্ট ল্যাংগুয়েজ বলে থাকে।
কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর মধ্যে কম্বিনেশনের জন্য পিএইচপি logical অপারেটর ব্যবহার করা হয়।
Example:
and ,or not,xor &&,||,!
<?php
$a = 200;
$b = 50;
// and এর ব্যবহার
if ($a == 200 and $b == 50) {
echo "স্যাট একাডেমী". "<br>";
}
// or এর ব্যবহার
if ($a == 200 or $b == 80) {
echo "স্যাট একাডেমী" . "<br>";
}
// xor এর ব্যবহার
if ($a == 200 xor $b == 80) {
echo "স্যাট একাডেমী" . "<br>";
}
// && এর ব্যবহার
if ($a == 200 && $b == 50) {
echo "স্যাট একাডেমী" . "<br>";
}
// || এর ব্যবহার
if ($a == 200 || $b == 80) {
echo "স্যাট একাডেমী" . "<br>";
}
// !== এর ব্যবহার
if ($a !== 50) {
echo "স্যাট একাডেমী" . "<br>";
}
;?>